আমার অন্তরের লিলি গুলো
কালো রঙে রূপান্তরিত হয়েছে,
আমার অন্তরে দানা বেঁধেছে
আমার ঠোট থেকে দ্রুতবেগে
আগুনের শিখা নির্গত হয় ।
তোমরা কি গভীর অরন্য অথবা
নরক থেকে এসেছো ?
তোমার সবাই কি ক্ষুধার্ত পাষন্ড ?
কি চাও আমার কাছে ?
আমি আমার বেদনার কাছে
আনুগত্য স্বীকারের প্রতিজ্ঞা গ্রহন করছি
সুতারাং হতাশা ও ক্ষুধার সঙ্গে হাত
মেলাবো আমি !
হাত দুটি এখন অস্থির ভীষণ এবং
অন্তর ভর্তি ঘৃণা, মুখভর্তি ক্রোধ
আর বহিঃ প্রকাশ রাগ।
আমার শিরাগুলো ভিতর দিয়ে প্রবাহিত
রক্তের কনাগুলো ক্রোধের টগবগে রস
অতএব তোমরা আমাকে মিনমিনে স্তব কবি ভেবো না
আপাতত এই জানা যথেষ্ট
আমি এখন উম্মাত্ত,
কিন্তু আগামীকাল বা আরও পরে
আমার কবিতায়
লিখিত হবে সুনিশ্চত সুখ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



