মেঘের ভিতর ছায়াঘন উপবন ,
এও এক সভ্যতার দারুন সংকট, মহাভার ,
আমাকেই মনে হয় ' এ আমির আবরণ ' ;
অনাত্মীয় পরিবেশে সূর্যের অঙ্গার
কেটে গেল দিন নানা প্রতিঘাতে ,
তট সীমাজুড়ে সীমান্ত প্রেক্ষেতে ।
ধ্বংস হয়ে যাওয়া পোড়াবাড়ি পাশে
সটান দাঁড়িয়ে মূর্খ-কৃষক
ঝরছে রোদ্দুর বানভাসি দেশে ,
উদ্বাস্ত শিবিরে প্রচন্ড আঁধার
ভাসে ব্যঞ্জনাময় মেঘ ,
দুই দিকে , অক্লেশে
এখানে সিম্ফনি , ওখানে কোমলগন্ধার সুঘ্রাণ
এ যেন ' এ-আমির আবরণ ' ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



