সুব্রত বাইন—দীর্ঘ তিন দশকের কুখ্যাত সন্ত্রাসী, যার নাম খুন, চাঁদাবাজি, অস্ত্রপাচারসহ ভয়ংকর অপরাধে জড়িত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই অপরাধী বারবার গ্রেপ্তার হলেও প্রতিবার জামিনে বেরিয়ে আরও ভয়ংকর হয়ে ফিরে এসেছেন।
প্রশ্ন জাগে—একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কীভাবে বারবার জামিন পান? আইনের দুর্বলতা, না কি রাজনৈতিক ছত্রচ্ছায়া?
যদি সুব্রতদের শাস্তি নিশ্চিত না হয়, তাহলে আইন শুধুই প্রহসন আর জনগণের নিরাপত্তা শুধু কাগজে লেখা স্বপ্ন হয়েই থেকে যাবে।
এই দুষ্টচক্র ভাঙতেই হবে—সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এর ব্যতিক্রম করার কোন সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:২৮