একদিন আমি চলে যাবো
একদিন আমি চলে যাবো, নিঃশব্দে,
কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না,
এখানের আলো-বাতাসে থাকবে না আমার ছায়া,
আমার নিঃশ্বাসের উষ্ণতা থেমে যাবে।
আমার অলক্ষে পদতলে পিষ্ঠ হবে না
আর কোন নিরীহ পিপড়ে,
অন্য কোন ক্ষুদ্র প্রাণীর জন্য
হয়ে উঠবো না যন্ত্রণার কারণ,
আমি চলে যাব নিঃশব্দে,
শুধু কিছু নীরবতা সাথে নিয়ে,
স্মৃতির কোণে থাকা অল্প কিছু ছায়া,
যা শুধু হৃদয়ই অনুভব করবে।
আমি থাকবো না তোমাদের হাসি-কান্নায়,
কিন্তু ভালোবাসার মতোই হয়তো
বেঁচে থাকবো আরও কিছুটা দিন,
প্রতিটি স্মৃতি, প্রতিটি নিঃশ্বাসে,
তারপর হারিয়ে যাব চিরদিনের মত।
আমি মিশে যাবো ওপাড়ের অনন্ত আলোয়,
যেখানে মৃত্যু নয়, নতুন জীবনে শুধু শান্তি, শুধু তৃপ্তি,
যাওয়া মানেই হারানো নয়-
নক্ষত্রের মত চিরন্তন ভালোবাসা হয়ে বেঁচে থাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




