না সেটা আর হলনা। অদূর ভবিষ্যতে হবে না বলেও বলা যায়। কারণ আমাদের দেশের রাজনীতি বীদদের মুখ দিয়ে জনগনের কল্যানের কথা বললেও অন্তরে আছে ক্ষমার লোভ। তাই কেও হার মানতে নারাজ। দেশ গোল্লায় যাক। ি
টভিতে গত কালের সংবাদের দিকে তাকিয়ে মনে হয়েছে আমাদের দেশে কোন শাষক নেই। যারা বাংলা বুঝে না তারা এ নিউজ গুলো দেখে নিশ্চিন্তে বলবে বাংলাদেশে গৃহ যুদ্ধ চলছে।
দেশে যে কয়জন কর্মি নিহত হয়েছে তাতে শেখ হাসিনা,জলিল বা মান্নান ভূঞা, খালেদা জিয়ার কিছুযায় আসেনি। বরং আওয়ামিলীগ কর্মিরা খুশি দাবি আদায় করতে পেরে।
মান্নান ভূঞা কেন আগেই কে এম হাসানের সাথে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কথা বলেননি? ( নাকি বলেছে ) বললে হয়তো আগেই এ বিষয়ে কোন শান্তি পূর্ণ সিদ্ধান্তে আসা যেত। কিন্তু মান্নান ভূঞা তা করেননি। ছার দিতে কেও রাজি নয়। কে এম হাসানের ব্যাপারে সিদ্ধন্তটা আগে নিলে হয়তো এত গুলো মানুষ মারা যেত না।
বি এন পি এখনো মাঠে নামেনি। যখন কাস্থে হাতে নিয়ে মাঠে নামবে তখন দেশের অবস্থটা কি হবে সেটা কি ভাবা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

