সে নরমাল আরবীতে যা বললো তা হল:- তোমাকে দেখে মনে হয় তুমি এমন কোন নগরের বাসিন্দা যেখানে নেই কোন দুঃখ, নেই কোন কষ্ট। তুমি কি আমাকে নিয়ে যাবে সে নগরে? আমিও তোমার মত আনন্দে থাকতে চাই।
কুয়েতের স্পেস টুন চ্যানেলে রাত আট টা 20 এ টম এন্ড জেরি কার্টুন দেয়। এ সময় অন্য অনুষ্টান ছেরে টম জেরি দেখতে বসে পরি।
কিছু ঘটনাও আছে হাসির। যে গুলো মনে পড়লে হাসি পায়। যেমন:-
01/ আমার এক ক্লাসমেট্স খুব দুষ্টু ছিল। কলেজ থেকে ফেরার পথে মেয়েদের দেখলে টিজ করতো।
একদিন এক মেয়েকে দেখে বললো " মাল "একটা রে।
অমনি সাহসি মেয়েটা আমাদের সামনে এসে দাড়ালো।
- কে বলেছে মাল?
- আমি বললাম ও বলেছে।
- মাল থেকে ল বাদ দিলে কি হয়?
- এর পরেও সমস্যা নেই। আমি না পারলেও আমার বাবা তো পারবে!
02/ সেদিন জসিম বললো আমি গাড়ি নিয়ে আসছিলাম কিং আব্দুল আজিজ রোড দিয়ে। আমি যখন সার্ভিস রোড থেকে মেইন রোডে উঠবো তখন এক মাসরি ( মিশরি ) শালা যাচ্ছিল আস্তে আস্তে।(ওর ভাষায়)
আমি গাড়ির গতি কন্ট্রোল করতে না পেরে দিলাম শালার পিছনে লাগাইয়া। যাচ্ছিল আস্তে, পেছনে লাগাইয়া দিলাম স্পিড বারাইয়া। এই সব বুইড়া (বুড়া) গুলান কেন যে রাস্তায় উঠে। আমারা তো হাসতে হাসতে শেষ। পরে অবশ্য জসিমেরই ভুল ধরা হয়েছে কারণ সে পিছন দিক দিয়ে গাড়িকে আঘাত করেছে।
03/ রাসেল বহু কষ্টে রেশমার সাথে সম্পর্ক গড়ে ফেলেছে। একদিন শুনা যাচ্ছে জয়নাল আর রাসেলের মধ্যে কথা কাটা কাটি হচ্ছে। আমি বললাম কিরে ঘটনা কি? তোরা এমন করছিস কেন?
হঠাৎ রাসেল জোরে সোরে বলে এ্যাই গোজা ( জয়নাল একটু গোজা হয়ে হাটতো বলে আমরা ওকে প্রায়ই গোজা বলে ডাকতাম ) তোর চোখে কি আর মাইয়া পরেনা? আমার প্রেমিকার পিছনে তুই লাগস কেন?
এর আগে কলির সাথে সম্পর্কটা তোর জন্য ভেঙে গেছে। এখন আবার রেশমার পেছনে লেগেছিস।
জয়নাল রেগে বললো- যা শালা তোর রেশমা দিয়ে চুবিয়ে পানি খাস। সকালে বিকালে খাবি। রাতেও খাবি।
আমরা সবাই দিলাম অট্টহাসি।
(লেখাটা দূর্বল মস্তিস্কের ফসল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

