এই সংস্করন অনেক কিছুই নতুন এড করা হয়েছে। প্রথম প্রথম হয়তো সবাইরই কিছুটা সমস্যা হতে পারে। যেমনটা হয়েছিল, ২য় সংস্করনের সময়।
ব্লগে পোষ্টে বা কমেন্টে লিংক এড করার নিয়ম ও পরিবর্তন হয়েছে। দেখে নিন কিভাবে তা করা হয়।
পোষ্টে এড করতে হলে এখানে দেখুন।
ছবিতে চিহ্নিত আইকনে ক্লিক করলে যে ডায়লগ ব্ক্স আসবে সেটাতে লিংকের নাম ও লিংক বসান।
যদি কমেন্টের ঘরে লিংক এড করতে চান, তাহলে এভাবে লিখুন :-
[link |http://www.google.com/|গুগল]
এখানে আমি স্পেইস বার দেয়ার কারণে লিংক বসেনি। আপনি স্পেইসবার গুলো উঠিয়ে দিবেন।
link এর পরে ( | ) কোথায় তা হয়তো জানতে সমস্যা হলে এখানে ক্লিক করুন।
কিবোর্ড এর চিহ্নিত বাটনে Shift ধরে রেখে করে প্রেস করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


