আমি নাকি খুব রূপসী!!!!
===========
আমি নাকি খুব রূপসী
ডানা কাটা পরী।
চায় যে আমায় সব বয়সী
লাজে মরি মরি।
আমার হাসি নাকি মুক্ত ছড়ায়
মিষ্টি মধুর কথায় ঘুম হারায়।
হাজার চোখের স্বপ্ন নারী
অপরূপা রূপ কুমারী।
রূপের আগুন অঙ্গে ঢঙ্গে
প্রেমের ফেনা মন তরঙ্গে।
মায়বী চোখে মায়ার লুকোচুরি
রেশম কালো চুল রঙ বাহারী।
আমার হাসি নাকি মুক্ত ছড়ায়
মিষ্টি মধুর কথায় ঘুম হারায়।
হাজার চোখের স্বপ্ন নারী
অপরূপা রূপ কুমারী।
ছিপছিপে দেহের গরণ
আলতা রাঙ্গা সোনার চরণ।
হাটার ছন্দে মন ভাঙ্গি গড়ি
কথার ছলে মন করি চুরি।
আমার হাসি নাকি মুক্ত ছড়ায়
মিষ্টি মধুর কথায় ঘুম হারায়।
হাজার চোখের স্বপ্ন নারী
অপরূপা রূপ কুমারী।
===========

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


