মংখিয়ার প্রেম।
==========
লাল মাটির পাহাড়ে
দেখেছি তাহারে আহারে।
জঙ্গলী ফুল খোপাতে
মুক্ত ঝরে হাসিতে।
দূর থেকে দেখে
মজেছি প্রেমেতে, প্রেমেতে।
রিনিঝিনি কাঁকনের সুর
ভেসে যায় দূর বহুদূর।
মংখিয়ের হৃদয় ভাংগে
মধুর আবেশে, রূপসীর ছোঁয়াতে।
পারিনা বলিতে, বাঁধা রীতিতে
তবু মজেছি প্রেমেতে, প্রেমেতে।
পাহাড়ী ভ্রমরে নিয়মের ফাঁকেতে
কৌশলে চায় মধু লুটিতে।
ফুলের সাথে ফুলের দ্বন্ধে
ঝড় উঠে মংখিয়ার মনেতে।
পারিনা সামলাতে, সমাজ বদলাতে
তবু মজেছি প্রেমেতে, প্রেমেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


