পৃথিবীতে হয়ত বাংলাদেশ এক মাত্র দেশ যেখানে অনেক বেশি জাতীয় দিবস হিসাবে সাধারণ ছুটি দেওয়া হয়। এর মধ্যে কিছু আছে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অংশ যেমন- বিজয় দিবস, স্বাধিনতা দিবস, শহীদ দিবস এবং পয়লা বৈশাখ ইত্যাদি। আবার কিছু দিবস আছে একে বারেই দলীয় দৃষ্টিকোন থেকে পালন করা হয় - যেমন জাতীয় শোক দিবস, বিপ্লব ও সংহতি দিবস ও বঙ্গবন্ধুর জন্ম দিন।
এছাড়া দলীয় চাটুকারগণ নিন্মোক্ত দিনগুলোকে জাতীয় দিবস হিসাবে বিবেচনা করতে পারে -
১. বঙ্গবন্ধুর খতনা দিবস
২. বঙ্গবন্ধুর বিবাহ বার্ষিকী - কারণ বংগবন্ধুর সকল কাজের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা!
৩. খালেদার বিবাহের দিন
৪. তারেক জিয়ার জেল মুক্তি দিবস
৫. তারেক জিয়ার দেশ প্রত্যাবর্তণ দিবস (ভবিষ্যতে যেদিন ওনি বাংলাদেশে আসবেন।
৬. হাসিনা কালা হওয়ার দিবস (২১শে আগস্ট)
আপনাদের মাথা অন্য কোন দিবসের আইডিয়া থাকলে শেয়ার করুন।
সবগুলো একত্র করে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



