আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখের ভাষার জন্য ইতোমধ্যে অনেক সমালোচিত। আজ উনি বিরোধী দলের সংসদের ভাষা নিয়ে সমালোচনা করেছেন। তার এই সমালোচনা একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত হয়। উক্ত খবরের নীছে যে কমেন্টগুলো পডেছে তা যদি হাছিনাকে দেখানো যেতো, তাহলে হয়তো তার মুখে কিছুটা হলেও লাগাম দেওয়া যেত। নীছে পত্রিকার সাধারণ মানুষ যে মন্তব্য করেছে তা তুলে ধরা হলোঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সমালোচনা করে বলেছেন, সংসদে তাঁদের আচরণ লজ্জাজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ভদ্র মহিলার মুখ থেকে এমন ভাষা বের হতে পারে না।
উক্ত সমালোচনার জবাবে পাঠকগন কি মন্তব্য করেছে তা দেখুন-
Rabbani Chowdhury
২০১২.০৩.৩১ ১৫:০০
বাংলা চলচিত্রের খল নায়কের ভাষা " খবর আছে" এসব যে ভদ্র মহিলার ভাষা - আমাদের শিশুরা তাই শিখেছে।
Iftekhar
২০১২.০৩.৩১ ১৫:০৫
বড়রা যা করেন, বলেন ছোট্টরা তো তাই শিখবে, তাই না....................
২০১২.০৩.৩১ ১৫:১০
stop playing old record. our children will learn from old leaders. Allah bless you. thnx
Hasan
২০১২.০৩.৩১ ১৫:১৩
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইটা কি শুনাইলেন? শতাব্দীর সেরা জোকস!
ibne mizan
২০১২.০৩.৩১ ১৫:১৩
"খবর আছে", "কোলে তুলে ক্ষমতায় সবাবে না", " চা বাগানে জন্ম", এ কথা গুলো কোনো নারীর মুখে মানালে ও কোনো প্রধান মন্ত্রীর মুখে বেমানান। আবার কেউ কেউ প্রকাশ্যে "...." শব্দের প্রয়োগ করেছেন সংসদে। সবাই নারী।
সংসদের ঝগড়ার কারন এ নারী সাংসদরাই এখন। আমার কেন জানি মনে হয় বড় দু'টি দল এ নারীদের ব্যবহার করছেন।
N H Haque
২০১২.০৩.৩১ ১৫:১৪
আপানদের ভাষা আরো শালীনতা বজায়ে কথা বলা উচিত !! আপনি একজন দেশের প্রধানমন্ত্রী ভুলে গেলে চলবে না !!
ROMMAN AKOND
২০১২.০৩.৩১ ১৫:১৫
PLEASE LEAVE FROM POLITICS. AND BRING SOME GOOD PERSON WHO LOVE MY BANGLADESH. THANKS.
Shohel Rana
২০১২.০৩.৩১ ১৫:১৫
হাস্যকর বটে !
Saifulhassan56
২০১২.০৩.৩১ ১৫:১৫
দুই দল একে অন্যের প্রতি এত বিদ্বেষ পোষণ করে, তবুও সংসদের ভেতর যে খুনোখুনি হয় না সেটাই আল্লাহ্র লাখ লাখ শুকরিয়া।
২০১২.০৩.৩১ ১৫:১৫
ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।
Ripon
২০১২.০৩.৩১ ১৫:১৬
তত্বাবধায়ক কোলে করে ক্ষমতায় বসাবে এগুলো কি ভদ্র মানুষের ভাষা?
Ruhul Amin Rubel
২০১২.০৩.৩১ ১৫:১৬
আপনাকে কি তারা (তত্ত্বাবধায়ক সরকার) কোলে তুলে ক্ষমতায় বসাবে
এখন আপনারাই বলেন আমরা কি শিখব আপনাদের কাছ থেকে।
Kabir Rahman
২০১২.০৩.৩১ ১৫:১৭
কার মুখের ভাষা যে কেমন তা আমরা জনগন স্বচক্ষে প্রতিনিয়ত দেখছি ও শুনছি।
N. Hasan Razu
২০১২.০৩.৩১ ১৫:২০
১ ) শিরোনাম দেখে যা ভেবেছিলাম ছবি দেখে তার মিল পেয়েছি। কিন্তু প্রতিবেদন পড়ে অবাক হয়েছি।
২ ) রাজা সারা রাত নেশায় বুদ হয়েছিলেন। সকালে তার শান্তির রাজ্য অশান্তি কায়েমকারী এক মাতালের মৃত্যুদন্ডের হুকুম করিলেন।
tayeb ali
২০১২.০৩.৩১ ১৫:২১
খবর আছে ,একটা লাশের বদলে দশটা লাশ চাই , জিয়ার নানা নানির নাম , কারো কোলে ওঠে খমতায় আসা যাবে না বেগম জিয়া কোথায় নাকি জনম হয়েছে , এগুলো কি ভদ্ব মহিলার ভাষা ?
Komul Sarkar
২০১২.০৩.৩১ ১৫:২২
প্রধানমন্ত্রী বলুন তো আপনি কি ভদ্র ? আপনার মুখের ভাষা কি ভদ্র ভাষা?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



