১.
নীল মানে ফেলে আসা শহরের আকাশে একটা নাম।নীল মানে ভালোবাসার গভীরে লুকানো একটা রঙ।নীল একটা চেনা চেনা কবেকার নিরজনতায়…নীল একটা নাম।আমার খুব প্রিয় একটা রঙ নীল, যদিও সবাই এই রঙটাকে কষ্টের রঙ বলে।কিন্তু আমার কাছে নীল রঙটাই আনন্দের।নীল রঙটাই গভীর আবেগের।রবীন্দ্রনাথ তার এক গল্পে বলেছিলেন-আমরা কাউকে অকারণে মনে রেখে দেই চিরকাল, যার হয়তো আমাদের মনে রাখার কথাই নেই।নীল।নীলের হয়তো আমাকে মনে রাখার কথাই নেই, কিন্তু আমি এখনও নীলকে মনে রেখেছি,আমি এখনও নীলকে…ভালোবাসার মানুষ যখন খুব কষ্ট দেয়, ভুল বোঝে তখন মনে হয় অনেকটাই ভালোবাসা অপচয় হয়ে গেছে, আর আমরা এতটাই অসহায় যে ভালোবাসার মানুষটার কাছ থেকে অপচয় হওয়া ভালোবাসাটুকু ফেরত চাইতে পারিনা।
২.
অভ্যেস হয়ে গেলে ভালোবাসা আর শরীর সে যাই হোক না কেন রঙ একটু চটে যায়।কোন কিছু আর আগের মতো থাকে না, সবকিছু বদলে যায়।সময়ের মুঠোর ভেতর আমরা সবাই খুব অসহায়ের মতো বদলে যাই।নীল; আমি হাসতে চাই আগের মতো, একটু হাসবো তোমার সাথে, বলবো আর একটা গল্প-আর একটা ভালোবাসার
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





