
পাঁচটি বিষয়
আমার তোমাকে পাঁচটি বিষয় আছে বলবার
পাঁচটি আঙুল , তোমার চোখের সামনে তুলে ধরবার
প্রথমত, যখন আমি তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম
না এই পৃথিবীর অস্তিত্ব ছিল আর না ছিল অন্য সবের
দ্বিতীয়ত, যা কিছু আমি খুঁজে চলেছিলাম
তা ছিল শুধুই তুমি !
তৃতীয়ত, কেন আমি তৃতীয়কে গণনা করতে শিখেছিলাম ?
চতুর্থত, দেখ পুড়ে চলছে আমার ফলনভূমি !
পঞ্চমত, এই পঞ্চম আঙুলটি কেবল রাবিয়ার জন্য
এবং একই সাথে আরেকজনের জন্য ,
এখানে কী কোন পার্থক্য আছে ?
এই পার্থক্য কী শব্দ আর অশ্রুর মধ্যে?
নাকি ক্রন্দনরত বাক্যের মধ্যে ?
কী বলা যায় বলতো প্রিয় ?
এরপর প্রিয়তম বলে উঠল, এবং তার আশেপাশের সবাই
তাঁর সাথেই কাঁদল , হাসলো উন্মাদের মত
উচ্ছ্বল হয়ে উঠল জমায়েত হওয়া সকল প্রেমিক ও প্রেমাস্পদেরা
এটাই হলো সত্য ধর্ম !
বাকী সব এর মধ্যেই আচ্ছাদিত
এ হলো প্রভু ও দাসের সামা
যেখানে তারা নেচে চলে , তবে কোন সত্তারূপে নয় !
আমি এই নর্তকদের চিনি
কারণ আমি অহর্নিশি যে এদের গান গাই
প্রেমান্দ্রিয়ের কারাগারে বসে !!!
অনুবাদক: নিবর্হণ নির্ঘোষ
এটি সরাসরি ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করা !!!
ছবিসূত্র: উইকিপিডিয়া ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৩ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




