
ঝলসে যাওয়া বুদ্ধি
আমাকে দেয়া হয়েছে একটি স্বচ্ছ স্ফটিক আয়না
যার ভেতরে আছে প্রবহমান সূর্যঝর্ণা
দ্বিভুবনের বন্ধু মোর , যেন
রত্নের সুবাসে বাস করা কস্তুরীর সুবাস ।
আমার অচিন পাখি উন্মত্ত হয় তার মাধুর্যতায়
বাতাসের আঘাতে, সূ্র্যের ভেতরের দ্বার উন্মোচন হয়ে যায় ।
তুমি তো চেনো সেই বাজার , যেখানে
ঝলসে যাওয়া বুদ্ধির বেচাকেনা চলে
আর জানো এটা কী !
এটা হলো একই সাথে ভেতর ও বাহিরকে দেখবার উপায় ।
গাধা ষাঁড়ের চিহ্ন দেখে স্তম্ভিত হয়ে যায়
আর বীরেররাও তাদের বীরত্ব চিরকাল ধরে রাখতে পারে না ।
তাই আমি ভেসে চলেছি তাবরিজির খোঁজে
যদিও আমার নোঙর করা আছে এইখানেই !!
অনুবাদক: নিবর্হণ নির্ঘোষ ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



