
অতঃপর এই অবহিত সময়ের শেষে
আবার যখন ফিরে আসে চেনা কোন ক্ষণ
ক্রমশ প্রৌঢ় হয়ে আসা মন
অথবা দীক্ষিত দুটো নয়ন
স্মৃতির চারণে চর্চিত করে অনুচ্চার্য কিছু কথা !!
মেঘের ঘোমটা টানা চাঁদ
কিংবা এই আটপৌরে পাথুরে ছাদ
নিজের সাথে নিজের বিসম্বাদ
তবুও আঁকড়ে ধরে আবৃত্তি করা বাঁচার কবিতা !!
জন্ম মানে কী ?
মৃত্যুকে আলিঙ্গণ করবার ভূমিকা মাত্র ?
নাকি জন্ম মানে নিজেকে এই প্রবোধ দেয়া
একদিন শূণ্য থেকে জন্মেছিলাম মৃত্যুতে মিশে মৃত্যুকে অতিক্রম বলে ।
কী তা আমি জানি না ।
আপনি জানেন কী অগ্রজ ?
না জানা থাক তবে ,এইটুকু হয়ে যাক কালেতে লীন
শুভ হোক আগামি , শুভ হোক জন্মদিন !!
শুভ জন্মদিন @শেরজা_তপন
বিঃদ্রঃ আপনার জন্মদিন উপলক্ষ্যে কিছু লিখবার প্রয়োজন বোধ করলাম তাই লিখলাম । ভালো থাকবেন বড় ভাই বিজ্ঞান ও ইতিহাসের উত্তরী গায়ে জড়িয়ে !!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



