ভাবছি কিছুটা অভিমানী হবো -
আত্নভিমানে নিজেই পুড়বো
ভাবছি কিছুটা মোমের মতো নরম হবো
একটু তাপেই গলে যাবো ।
ভাবছি কিছুটা মেঘ হবো
আয় বৃষ্টি ঝেপে
ধান দিবো মেপে
বললেই ঝম ঝম করে তোমার টিনের ছাদে ঝরে পড়বো ।
ভবছি একটা খাচা কিনবো
দুই পোষা পাখি পালবো
পোষ মানানো পাখি ভালো
খাচাঁ ছাড়া উড়াল দিবে - অবুঝ বলে সান্তনা দিবো ।
ভাবছি কিছু গ্লিসারিং কিনবো
অতঃপর অভিনয় শিখবো
কাদঁতে কাদঁতে চোখ ফুলাবো
কেউ বললে বলবো অভিনয় শিখছি
সামনে লাক্স চ্যানেল আই'য়ে নাম দিবো !!
ভাবছি কান্না গুলো জমিয়ে রাখবো বর্ষা-কালের জন্য
বৃষ্টি ধারায় কেউ খেয়াল করবে না বৃষ্টি না চোখের পানি !!
তোমার সমুদ্র এতো প্রিয় - আমার চোখের নোনা জলেই আমাকে স্নান করাছো - আগে জানলে সমুদ্রে যেতাম -
30 মিনিট বসে থেকে কি লিখলাম জানি না -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




