তোমার অবাক চাহনি -
অথবা বিস্ময়তা -
আমাকে প্রশ্নের ভিতর ছুড়ে ফেলে -
দ্বিগভ্রান্ত হয়ে ছুটতে থাকি উত্তর উত্তর খুঁজে
কখন যে পূর্ব পশ্চিম ভুলে
খেই হারাই - নিজের অজান্তেই -
অসীম শূন্যতায় ডুব থাকে ক্ষন
নির্জনতায় গহীনে হারায় মন !!
ভাবনার ভাবন্তরে হারাই বারবার ...
এই মন ছুয়ে দিতে চায় আবার !!
তবুও প্রশ্ন !!
আমি উত্তর খুজতে খুজতেই হারিয়ে ফেলি পূর্ব পশ্চিম !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




