ধর্ম পূর্ণাঙ্গরুপেই একটি আপেক্ষিক ব্যাপার। পৃথিবীর অসংখ্য ধর্মের অস্তিত্যই তা প্রমাণ করে। এ নিয়ে মানুষের ভাবনা বিচিত্র। সেই হাবিল-কাবিলের সময় থেকেই মানুষের চিন্তার ব্যবধান তৈরী হয়েছে, তৈরী হয়েছে নানা মত ও পথ (ধর্ম)।
রাসূল মুহাম্মাদ (সা
তাই স্ব স্ব অবস্থান থেকে আমাদের কাজ অন্যের বিশ্বসের গ্রন্থিতে আঘাত করা নয় বরং প্রগতিশীল মুক্ত আলোচনার মাধ্যমে প্রকৃত সত্যকে উপস্থাপন করা।
আলো অন্ধকারকে তাড়িয়ে দেয়, অন্ধকার আলোকে নয়। সত্যের আলো যখন জ্বলে ওঠে মিথ্যার অন্ধকার তখন অস্তিত্যহীনতায় ভোগে। আর কে-না জানে অস্তিত্যহীনতায় ভোগা প্রাণী বা মৃতু্যপথযাত্রি প্রাণী অতিরিক্ত আসফালন করে থাকে। মিথ্যার এই আসফালনে সত্য বিব্রত হয়না বরং সত্য তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যায়।
তাই আসুন ব্লগ-বন্ধুরা আমরা সংযত, সহনশীল আচরণ এবং মিথ্যাকে উত্তেজিত করে প্রমাণ করি আমাদের পথ সজীব সত্যের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



