আবুল সাহেব রাতে বাড়ি ফিরতেই তার স্ত্রী আদুরে ভঙ্গিতে তার গলা জড়িয়ে ধরলেন । ফিসফিস করে বললেন,
"আমার মনে হয় আমার একমাস চলছে ! ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে নিশ্চিত হওয়ার জন্য ।
এই শোন! আমরা কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে বলব না ! ঠিক আছে?"
স্বামী স্ত্রী খুশি মনে ঘুমাতে গেলেন ।
পরদিন আবুল সাহেব অফিসে যাওয়ার পর একটা ফোন আসল বিদ্যুত্ অফিস থেকে।
♣হ্যালো!
♣কে ? মিসেস আবুল?
♣হ্যাঁ, বলছি।
♣ম্যাডাম, আপনার একমাস হয়ে গেছে
মিসেস আবুল অবাক হয়ে গেলেন ।
♣আপনারা কোথা হতে জানলেন?!
♣আমাদের ফাইলে লেখা আছে ম্যাডাম
♣কিন্তু কিভাবে?? আপনারা জানলেন কিভাবে???
♣আমাদের নিজস্ব পদ্ধতি আছে ম্যাডাম।
বিভ্রান্ত হয়ে তিনি বললেন,
♣ঠিক আছে, আমি আমার স্বামীর সাথে কথা বলে নেই।
রাতে আবুল সাহেব সব শুনে তো ক্ষেপে গেলেন!
পরদিনই গেলেন অফিসে,
♣আপনারা নাকি জানেন আমার স্ত্রীর একমাস হয়ে গেছে?
♣জী স্যার ! জানাটাই তো আমাদের কাজ ।
শান্তভাবে বলল তরুণী রিসেপশনিস্ট ।
♣"তা কিভাবে জানলেন?"
থমথমে মুখে বললেন তিনি
♣শান্ত হোন স্যার ! আপনার শুধু বিলটা দিয়ে দিলেই চলবে ।
♣আর যদি না দেই ?
♣সেক্ষেত্রে স্যার আপনারটা কেটে দেয়া ছাড়া আমাদের কিছু করার নেই !
♣বটে ! তখন আমার স্ত্রীর কি হবে?
♣উনার তখন মোমবাতি ব্যবহার করতে হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



