শুধু আজ নয় জীবনরে প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসি ;মা;
আমার মা বিগত ১০ বছর আমার পেছনে আদা জল খেয়ে লেগেছিল বিয়ের জন্য।কিন্তু আমি মাকে ছাফ জানিয়ে দেই আগে মার্স্টাস শেষ করব,তারপর ভালো একটা চাকুরী করব তারপর বিয়ে।আমার অসহায় মা করুন ভাবে তাকিয়ে বলে তখন তো তোর জন্য ছেলে পাওয়া যাবে না,তুই তো বুড়ি হয়ে যাবি !মাঝে মধ্যোই ফোন করে... বাকিটুকু পড়ুন

