তুমি আছো তাই আমার নিঃশব্দ ভাঙ্গন আছে,ভেতরে ভেতরে যুদ্ধ আছে।
তুমি আছো তাই সম্মুখ দ্বন্দ আছে,টুকরো টুকরো মৃত্যু আছে।
তুমি আছো তাই চোখের কনে জলের ছাপ আছে,নিশ্চিত পরাজয়ের গ্লানি আছে।
তুমি আছো তাই মন্দ থাকার প্রতিশ্রুতি আছে,ভালো থাকার নিদারুন প্রচেষ্টা আছে।
এত কিছুর পরেও তোমায় আমি নীরবে ধারন করি,গভীরে লালন করি কারন তুমি আমার কাছে অনেকটা অক্সিজেন এর মত যা আমাকে বাঁচিয়ে রাখে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




