আমি মুক্ত
আমি স্বাধীন।
আমি উম্মুক্ত আকাশে মেলেছি ডানা
আমি খাঁচা ভেঙে বেরিয়েএসেছি
আমি ঠুকরে ঠুকরে ভেঙেছি খাঁচা।
দু’চোখ ভরে এঁেকছি স্বপ্ন
আর উম্মুক্ত পাখির ডানাই লেখেছি মনের কথা
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা।
শত রক্তের বিনিময়ে অর্জিত এ ¯া^াধীনতা
পরাধীনতা আর পরের গোলামি
ছিটকে ফেলে দিয়েছি এ হৃদয় থেকে
আর মুখে তুলে নিয়েছি-
আমার মায়ের ভাষা।
সত্যিকি পেয়েছি স্বাধীনতা,
আজ বিশ্ববাসির কাছে আমার প্রশ্ন
সত্যিকি পেয়েছি সে স্বাধীনতা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




