তোমার মোবাইল এখনও অফ।দুটো এস এম এস পাঠিয়েছিলাম।স্টাটাস এখনও পেনডিং।এক দিক দিয়ে ভালোই হল।এস এম এস গুলো পড়লে হয়তো রাগ আরো বেড়ে যেত।
কত কিছুই ভাবছি,কত কিছুই বলছি,কিনতু আসলে কি জানো? যখন মনে হয় ভালোবাসার মানুষটাকে হারাচ্ছি, তখন আর অন্য কিছু ভাবতে ইচ্ছে করছেনা।শুধু একটা কথাই বলতে ইচছে করে বারবার। যেওনা, দুরে সরে যেয়োনা তুমি ! কি নির্লজ্জ আমি! তাইনা?
আচ্ছা আমাদের ভালো থাকার সময় গুলি এত অল্প সময়ের জন্য কেনো বলতে পারো?আমি নিজেকে অনেক অনেক সুখি মনে করেছিলাম।এই কটা বছর একটা বারের জন্য কোনো অস্থিরতায় পায়নি আমাকে। কোন কাঠিন্য স্পর্শ করেনি। সব সময় মনে হয়েছে ।এইত তুমি আছো আমার পাশে। হাত বাড়ালেই পাবো তোমাকে।আমার সকল আনন্দ বেদনার পথচলার সাথীকে।
কখনও বুঝিনি এমন হবে!!!
আসলে কারো অভিশাপ বয়ে বেড়াচ্ছি হয়ত। আমার হাহাকার কখনও আমাকে ছেড়ে যাবেনা।একটা জীবনে অনেক কিছু বোঝা হলনা আমার।
জানো, খুব ক্লান্ত লাগছে হঠাৎ করে। মনে হচ্ছে এত ক্লান্ত আমি! আমি হাজারবার ডাকবো তোমাকে। তুমি যেওনা। এইভাবে যেয়োনা তুমি।খুব খুব অভিমান হচ্ছে !
তুমি কোনো দ্বন্দে ভুগোনা। কস্ট পেয়োনা আমাকে আর ভালোবাসতে চাওনা ভেবে। তুমি যা করেছো হয়তো ঠিক ই করেছো। ঠিক সিদ্ধান্ত টাই নিয়েছ হয়তবা। যদি মনে হয় ভুল করেছিলে ,তবে সেটাই ঠিক ভেবে নেবো আমি।
এত্ত এত্ত অভিমান হচ্ছে!
তুমি ভালো থেকো।
অনেক ক্লান্ত লাগছে।
অনেক অনেক ক্লান্তি।
বাসায় থাকতে ইচ্ছে করছে না এক মুর্হুত।
কোথাও মিশে যেতে ইচ্ছে করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


