মিউমিউ রুবেল ভাইয়া
তোমার দেওয়া ছবিটার পেইন্ট সেদিন রাতেই করেছি শুধু, সময়াভাবে পোস্ট দিতে পারিনি।যদিও ছবিটার মত সুন্দর হয়নি আমার কাজটা, তবুও করেছি ঠিক ঠিক,,তাতেই আমি খুশী।
প্রথমে ছবিটাকে আটকে নিলাম কাঁচটার পেছনে সেলোটেপ দিয়ে।
তারপর ব্ল্যাক আউটলাইনে ছবির আউটলাইন গুলো কপি।
এই বার ভেতরের অংশগুলো রঙ দিয়ে পূরণ করা।
ব্যস হয়ে গেলো (যদিও হিজিবিজি পঁচা লাগছে কারণ ছবিটার পারফেক্ট রঙ গুলো আমার কাছে নেই) নিচের ছবিটা খুলে দেওয়ার পর।
পিচকি রাহাত ভাইয়াটার জন্য ক্রিমি আইসড কফি
প্রণালী- এক চা চামচ ইনস্ট্যান্ট কফি, এক চামচ চিনি এক চামচ গরম পানি ঢেলে ভালো ভাবে মথে নিতে হবে।তারপর এক মগ ফুটন্ত পানি দিয়ে ভালোভাবে মেলাতে হবে। সব শেষে এক চা চামচ দুধ।
এরপর রুমের তাপমাত্রায় কিছুক্ষন রেখে ফ্রীজে রাখতে হবে। এক ঘন্টা পর একটা লম্বা গ্লাসে ঢেলে ফেলি। দুই স্কুপ ভ্যানিলা আইসক্রিম উপরে সাজিয়ে দিতে হবে। একটা ওয়েফার বিস্কিট দিলেও খেতে মজা হয়ে যাবে এমন।একটা স্ট্র লাগিয়ে দিলাম সাথে।
ইমন জুবায়ের ভাইয়ার জন্য আমার রাগপ্রধান নজরুল গীতি-উপহার
অন্জলী লহ মোর সঙ্গীতে- তিলং আদ্ধা কাওয়ালী
Click This Link
আমি পথ মন্জরী ফুটেছি আঁধার রাতে- পটমন্জরী ঢ্রিমাত্রিতাল
Click This Link
কাবেরী নদী জলে কেগো বালিকা- কর্ণাটি সামন্ত- ত্রিতাল
Click This Link
না মিটিতে আশা, ভাঙিলো খেলা- দেশী তোড়ী।
Click This Link
শাওন আসিলো ফিরে সে ফিরে এলোনা- কাজী -কার্ফা
Click This Link
শুণ্য এ বুকে পাখী মোর আয়- ছায়ানট- একতাল
Click This Link
সব ভাইয়া ও আপুনিদের জন্য কাগজের টি শার্ট
চারকোনা কাগজটাকে মধ্যে ভাঁজ দেই।
খুলে দুই সাইড ভাঁজ করি
এই ভাঁজটাই দুইভাঁজ করে,উপরের দিকটা এইভাবে মুড়াই
পেছন দিকটা উল্টে এই ভাবে মুড়াই
হয়ে গেলো কাগজের টি শার্ট।
সব ভাইয়ারা পরে ফেলো আর আপুনিরা দুলাভাইয়াদের জন্য নিয়ে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


