প্রিয় অবিদিতা,
জানি নিঃসংকোচে বাড়িয়ে দিয়েছো দূরতম দৃষ্টি-
ধের্য্যসহিষ্ণু চিত্তে করছো অবিরাম পায়চারি,
হয়তো অভিসারতত্ত্বে বিলীন হয়েছে তোমার চিন্তারাজি।
কিন্তু প্রিয়ে, এ দেয়াল... ... সাত সমুদ্র তের নদী সম
দূরত্বরেখার বলয়,শ্বাপদসঙ্কুল ভরা জরাজীর্ণ পথ,
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া আনপ্রোডাকটিভ সময়
তোমাকে যতটা না আশাহত করবে...
তোমার অত্যধিক মৌনতা,প্রত্যক্ষ সাড়া না দেবার প্রবণতা-
আমাদের ততোধিক নিস্ফলা করবে।
আমি জ্ঞানী নই,গুণী নই-নিতান্তই সহজলভ্যতা
অসাড় আমি,অবিচল আমার আড়ষ্ঠতা
আমি অলস-চিরচারিত নির্জীবতা
সরল আমি_সাধারণ,নেই মম দুষ্প্রাপ্যতা।
কিন্তু_তোমার গহীন মনের গোপন বাসনা
তীব্র চাওয়ার অব্যক্ত অনুভূতি
আমাকে আরো অপ্রস্তুত করবে,
আমাকে আরও দৃষ্টিহীন করবে।
অলস আমি,চিরচারিত নির্জীব আমার সত্তা
আমাকে সারিয়ে তুলতে পারে কেবল তোমার স্বতঃস্ফূর্ততা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



