ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ সালের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র ছাড়া হবে ১৬ আগস্ট। আর ১৫ সেম্পেটর পর্যন্ত আবেদন করা যাবে । আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আবেদনপত্র ছাড়া ও জমার সময় এবং বিভিন্ন অনুষদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা ১০ অক্টোবর। এছাড়া কলা অনুষদ (খ ইউনিট) ২১ অক্টোবর, বাণিজ্য অনুষদ (গ ইউনিট) ২৮ অক্টোবর, বিভাগ পরিবর্তনের জন্য (ঘ ইউনিট) পরীক্ষা ২৮ নভেম্বর ও চারুকলা অনুষদের (চ ইউনিট) পরীক্ষা ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডিনস কমিটির সভায় নির্ধারিত তারিখগুলো পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, লেদার টেকনোলজির পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষার সঙ্গে অনুষ্ঠিত হবে।
ডিনস কমিটির আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলেই উপস্থিত ছিলেন।
ঢাবি’তে ভর্তি প্রক্রিয়া শুরু ১৬ আগস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


