হৃদয়ের মাটিতে করি বন্ধুত্বের চাষ,
পানি দেই সার দেই নিত্য বারোমাস।
ফসল যা ফলে তাতে কোনরকম দুজনে,
তৃপ্তির ঢেঁকুর তুলি ক্ষুধা পেটে নির্জনে।
বন্ধু বলে- "তুই খা, আজ আমার ভরা পেট,
শ্যাজা'র সাথে দেখা পথে- খাওয়ালো কাটলেট।
তোর কথা বললো কত, কতদিন পর দেখা হলো!
বেশ ভাল চাকরি করে- বিলটা শ্যাজা'ই দিলো"।
পরদিন শাহবাগে, দেখছি শ্যাজা যাচ্ছে হেঁটে,
অনিকের কথা মনে হলো, আমি তখন ক্ষুধা পেটে।
বললাম হেসে, "কেমন আছো? ভালো নাকি চাকরি পেলে!
বললো অনিক তোমার কথা, আমাদের কী ভুলেই গেলে?
শ্যাজা অবাক আমার কথায়, "অনিককে পেলে কোথায়?
কতদিন দেখিনা তোমাদের, তা মাস তিনেক হবে প্রায়!
কোথায় ডুব দিলে দুজন যুক্তি করে, আমায় ছেড়ে,
ভাবছো গায়ে পরে পায়ে সেধে তোমাদের আনবো ধরে?
আমতা আমতা করে কোনরকম পাশ কাটিয়ে যাব ভাবছি,
হাতটা ধরলো শ্যাজা, "এতদিন পর দেখা, সহজে ছাড়ছি?
চলো যাই খাবো কিছু। ভয় নেই, বিলটা আমিই দেবো"।
ভাবলাম অনিকের কথা, ওকে ফেলে একা কি করে খাব?
বললাম, "আজকের মত মাফ করে দাও, খাবো আরেকদিন,
একটু তাড়া আছে আজ, হাতে অনেক কাজ- সত্যি খাবো একদিন।
(উৎসর্গঃ জেবতিক আরিফ। প্রসঙ্গ ঃ উপলব্ধির লিরিক (বন্ধু বিষয়ক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

