সত্য
(আস্তমেয়ে' কে উৎসর্গ)
সত্য তুমি নিজের ধারে কাটো যখন মিথ্যে বুলি
আমি তখন ইচ্ছে করেই ইতিহাসের পাতা খুলি
মিলিয়ে দেখি সব ঘটনা, কী বলে তা ইতিহাসে
মিথ্যেরা সব লাশ হয়ে ঐ নর্দমারই জলে ভাসে
সত্য যা তা সামনে এসে দাঁড়ায় সে যে বীরের বেশে
এমন কথার মানুষ পেলে মিথ্যে কী আর থাকে দেশে
সত্য তুমি সত্য পথের গাইবে যখন জয়ের এ গান
আমি তখন ঘুমের মাঝেও রাখবো পেতে আমার দু'কান
তুমি আমি আমরা সবাই সত্য পথে চলতে যে চাই
মিথ্যে সেতো থাকবে পিছু কেন তবে পেছনে তাকাই
ইতিহাসের আস্তাকুঁড়ে থাকবে পড়ে মিথ্যেরা সব
ফুলে ফুলে সাজবো মোরা শহীদ হবো নয়তো শব।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




