আমার এক সহকর্মী কোন এক কারনে পাকিস্তানি দের দেখতেই পারে না, কোন পাকিস্তানি চোখের সামনে পরলে বলে উঠে-
পাকি কা বাচ্চা, কাভি নেহি আচ্ছা,
কাভি বি আচ্ছা, ফের ভি পাকি কা বাচ্চা

তো এই পাকি কা বাচ্চা রা কি কি করতে পারে চলেন দেখিঃ
১) গাধার পীঠে আরেক গাদা-
২) দুধের সাধ ঘোলে মেটাচ্ছে আর কি-
৩) খেয়াল কইরা-
৪) মাথায় কিছু আছে বলে মনে হয় না...
৫) সাইন দেখছেন?
৬) বেকুব আর কারে কয়-

৭) আর কি কি যে করবো, আল্লাহ্ মালুম-

৮) চিক পোস্ট, খেয়াল কৈরা-

৯) ব্রান্ডেড-

১০) খাইবেন না কি ম্যাক ডোনাল্ডে?

১১) তুই যাবি না, তোর বাপ যাবে-

১২) সিস্টেম ইঞ্জিনিয়ার

১৩) ওপেন ২৫ আওয়ার-

১৪) মোটর সাইকেল যখন প্রাইভেট জেট-

১৫) হেতের বাপে ও জানে না এইডা কি মাল-

১৬) হেলমেট নাই তো কি অইসে? সিস্টেম আছে না?

১৭) ও মনু ইতা কিতা?

১৮) দেখছেন তারা কেমতে স্যালুট করে?

১৯) তাদের দেশের গাধও ট্র্যাফিক সিগ্নাল মেনে চলে -

২০) ও মোর খুদা। এইডা কি হইলো?

২১) ডিজাইন দেখেন- হায় রে স্থপতি

২২) সুপার স্লিম হোন্ডা

২৩) তাগো দেশের ঘড়ি দেখছেন?

--------------------------------------------------------------------------
বহুত অইছে। আইজকা আর না।
ভালা থাইক্কইন সবাই। এহন ঘুমাইতে যামু।