শোন গো আমার ময়না পাখি
এখন প্রায়ই মধ্যরাতের গান লিখি।
আকাশ ছোব বলে ভোরবেলায় ডানা মেলি
পূবের লাল আলো গায়ে মাখি।
প্রতিক্ষণে হৃদয়ের কথা রচি
আশায় আশায় মরমে মরি।..
কি করে কি দিয়া যে গাঁথিলে আমায়
দুচোখ ভরে দেখিলেই প্রাণ জুড়ায়।
ঐ দূর বনে অশ্বথ গাছের কোটরে
ডানা মেলো যদি রাখিব যতনে।
শোন গো আমার ময়না পাখি
এখন প্রায়ই মধ্যরাতের গান লিখি।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




