গায়ক নোবেলের প্রতিভায় আমি মুদ্ধ ছিলাম। তার কত গান কত বার শুনেছি ! খুব নিখুঁতভাবে পুরোন গান নকল করতে পারত। স্বীকার করতেই হবে।
সেই বিখ্যাত গায়ক একজন রেপিস্ট/ধর্ষক। যে কিনা আইনের ফাঁক গলে জেল থেকে মুক্তি পেতে ইডেনের সেই ধর্ষিতা মেয়েকে বিয়ে করল কারা ফটকে। কি সম্মানের ব্যাপার স্যাপার ! তাই না?
যে বাচ্চাটি জন্ম নেবে আর বড় হয়ে জানবে যে তার বাবা ক্যারেকটারলেস, একটা ধর্ষক, ধর্ষণের কেস থেকে মু্ক্তি পেতে তার মা কে বিয়ে করেছিল, আসলে স্ত্রীর সন্মান তার জন্মদাত্রী মা পায়নি, তখন ঐ বাচ্চাটির কেমন লাগবে? স্কুলে বন্ধুরাই বা কি বলবে?
ভোগ, সম্ভোগ, বিলাসিতা ভাল তবে উগ্রতা, অবৈধতা , বর্ববরতা ভাল না। বর্তমানে মিডিয়া মানেই কি নষ্ট মানুষদের সম্ভার?
@নোবেল: ছি ! তোমার থেকে পরবর্তী প্রজন্ম / জুনিয়ররা কি শিখল? পরক্রীয়া করতেও তুমি ছাড়নি, একাধিক মেয়েকে বেডে নিয়েছো? তোমার বাড়ি দৌলতিয়ায় হওয়া উচিত। তোমার গান শুনলেই তোমার লুজ ক্যারেক্টার এর কথা মনে পড়বে। মুখের ভেতরে থুুতু দলা পেকে উঠবে...
কারাগারে ইডেনের সেই ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৩২