প্রথম লাউরের গড় বা বাজারে যাই ২০১৩ তে। অপূর্ব গ্রাম। পাহাড়ে ঘেরা। লোভ সামলাতে না পেরে পরপর কয়েক বার গেলাম আমার এক বন্ধুর সাথে। সে ওখানকার ছেলে। ২০১৪ তে আমি হুট করে গেছি। গিয়ে শুনি ঐ বন্ধুর বন্ধর বিয়ে। অতিথি বনে গেলাম। তারপর এদিক সেদিক ঘুরে কিছু ছবি তুললাম। সেই তখনকার ছবি আজ শেয়ার করছি। গ্রামটা এখনও অনেক সুন্দর। আশাকরি আমার সামুর বন্ধুদেরও ভাল লাগবে।
এত বালি বোঝায় করেছে যে, আর একটু হলেই যেন ডুবে যাবে...
ঘাট পারাপারের দৃশ্য। আমি খুব ভয়ে ছিলাম বাইক নিয়ে নদীর ঢাল বেয়ে উঠার জন্যে। ঢাল বেয়ে ওঠার সময় চোখের সামানেই একজনকে নদীর পানিতে পড়তে দেখেছি।
ওপারে বারেক টিলা
ধু ধু বালি চর। প্রায় ১ কিমি হবে। পদ্মার মত অবস্থা। বর্ষায় ২০ফুট পানির নীচে থাকে এই চর।
বিজিবি ক্যাম্প থেকে ইন্ডিয়ার পাহাড়
নীল সবুজের খেলা
সবুজে সবুজে ঢাকা পাহাড়
পাংশুটে মেঘের মেলা
পাহাড়ে সন্ধ্যা আগেই নামে
সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব আমি ...
যাদুকাটা নদীর বুক হাচরে কয়লা পাথরের সংগ্রহসালা
অপলক চোখে দেখি তোমায়...
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৫ রাত ২:১৭