সাতছড়িতে নাকি সাতটি পাহাড়ি ছড়া এক জায়গায় মিলিত হয়েছিল। সেখান থেকে নামকরন। আমি যতবার গেছি, শুষ্ক মৌসুমে যাওয়া পড়েছে, বিধান পাহাডী ছড়া আর দেখা হয়নি।
আজ কয়েক বছর আগের ছবি দিয়ে পোষ্ট। আহামরি সুন্দর জায়গা নয়। তবুও প্রকৃতির ছোয়া পাওয়া যায়। অযত্নে অবহেলায় অসংখ্য পাম ট্রি আর বাদড় দেখা যায়। একটি পিকনিক স্পট আছে। পুুকুর আছে তবে পানি নেই। জঙ্গল আছে কিন্তু সাপ খোপ নেই। আছে বর্ডার পার হবার গোপন সুড়ং।
বগবগ না করে, ছবি শেয়ার করাই বরং ভাল...
সিলেট থেকে যাত্রা শুরু করে অনেক কটি ব্রিজ পাই। এটি সাঁদিপুর ব্রিজের ফলক।
নদীর এ পাড়
নদীর ও পাড়
সাতছড়ি প্রবেশ দ্বার...
পাম বাগান। সম্ভবত ১৯৬০ সালের পরের কোন একটা প্রজেক্ট ছিল।
জঙ্গলে ফোটা নাম না জানা ফুল
বয়স্ক গাছ তেমন একটা নেই বললেই চলে
চা বাগান
বাদড়ের অবকাশ যাপন
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৫ রাত ১২:৪৪