কষ্ট হচ্ছে! অনেক....
পারা যাচ্ছে না কিছুতেই..
কোন অভিযোগ নেই...ভুল কথা! অভিযোগ আছে! কোন প্রমাণই নেই। কি করে অভিযোগ করবো? সব কিছুই যে অনেক সুক্ষ! হিসেবটা মেলাতে গিয়েও গরমিল হয়ে যাচ্ছে কেমন। ভুল করছি নাতো? করলে করছি....পস্তালে আমিই পস্তাবো। হু কেয়ারস!
হু কেয়ারস?? তোমার কাছের মানুষগুলোও যে কষ্ট পাবে তাতে! তুমি কি তাদের মনের কোন অংশই দখল করে রাখোনি?? তোমার ভালো মন্দ দ্বারা তারা প্রতিফলিত হবে ভালো কিংবা মন্দভাবে। তোমার কিছুই আসে যায় না তাতে?? হু কেয়ারস!? হাউ ডেয়ার য়্যু সে দ্যাট?? আমার ভেতর থাকা দ্বিতীয় স্বত্তাটি এবার চুপ হয়ে যায়। কি বলবো? মাথা ব্যাথা করছে খুব!
এতটা সময়ের পরও এখনো আমি বোঝার চেষ্টা করছি......মনে পরে যেদিন এই কথা বলেছিলাম শুনে তুমি হেসেছিলে......সময়ের সাথে কি সম্পর্কের গভীরতা বাড়ে? তাহলে আমার ক্ষেত্রে কি ঠিক উল্টোটাই হচ্ছে? সুক্ষ অভিনয়.......দু'জনেই কি করছি? কিসের জন্য? কেন যে সব কিছু জটিল হয়ে যাচ্ছে! শুধু এইটুকু বুঝতে পারছি আমার শুন্যতা গুলো যেমন ছিলো তেমনি আছে।
দ্যয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন য়্যু আ্যন্ড আদারস! এখানেও তো আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আর সবার থেকে আলাদা যেহেতু না তাহলে ত্যাগ স্বীকার করতে কি অসুবিধা?
তাই কি হচ্ছে না? শুধু জানতে পারলে হয়তো কষ্ট হবে কিংবা হবেই না!
অনেক ছোট হয়ে গেছে মনটা। কি সব ভাবছি! অথচ এই ভাবনা গুলো থেকে মুক্তি মিলছে না!
কোন দাবী নেই.....শুধু ভালো লাগে। ভালো চাই। হয়তো (?) ভালোও বাসি....আসলেই কতটুকু বাসি?
সেটা একান্তই ব্যক্তিগত ব্যপার!
ওহ গড! গিভ মি স্ট্রেংথ!
এত্ত জটিল হয়ে যাচ্ছে কেন?? সব কিছুই বিষের মত লাগছে।
অসহ্য!!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



