শিখী নামে ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত মেধাবী ছাত্রীর জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সামান্য সাহায্য দিতে পারে একটি সম্ভাবনাময় জীবনের "দ্বিতীয় জন্ম"।
আপনি টিকেট কিনুন, এবং অন্যকে আগ্রহী করুন।
"একটি টিকেট কিনুন, একটি জীবন বাঁচান"
চলচিত্র প্রদর্শনী:
৩ এপ্রিল, শুক্রবার
'গরমভাত অথবা নিছক ভূতের গল্প'
অনিমেশ আইচ
বিকাল সাড়ে ৩ টা
'স্লামডগ মিলিয়নিয়ার'
বিকাল ৫ টা
টিকিটের দাম: ১০০ টাকা [ ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ টাকা ]
মৈত্রী মিলনায়তন
মুক্তি ভবন (৫ম তলা)
২১/২, পুরানা পল্টন, ঢাকা।
টিকেট প্রাপ্তি স্থান: "কীংবদন্তী" , আজিজ সুপার মার্কেট (তৃতীয় তলা), শাহবাগ, ঢাকা।
অথবা
যীশূ, মোবাইল: ০১৭১১৫০৪৬৭৮
** শো-এর আগে মিলনায়তনে টিকেট পাওয়া যাবে।
মূল পোষ্ট: শিখীর পাশে দাঁড়াতে চলচিত্র প্রদর্শনী: আমাদেরও তার পাশে দরকার> যীশূ
:::: ফেসুবক ইভেন্ট ::::
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




