আহ শান্তি, ওহ শান্তি!

আহারে শান্তি... বেচারা শান্তি..
শান্তি'র বাপে পারেনা কানতি!
শান্তি-তো সেই কবেই বেসাতি
বণিকের হাত ধরে –;
বেওয়ারিশ সেই শান্তি বেচারি
ইতি-উতি করে লুকালো ভাগাড়ে
স্মরণ – বরণ যেথা ছিলো সেথা
পম্পেই হয়ে আছে।
মহীরুহ বাদ, সুপারির গাছে
পরিপক্কতা এলে তার মূলে
কতোদূর তক ছড়ায়ে-ছিটায়ে –
কে পারে সমূলে সরাতে?
তাই বুঝি ভয়? যদিবা সরায়!
আতঙ্কিতে নিদ নাহি হয়।
মস্তকমাঝে মহা-আক্রোশে
পিরানহা মন... বাকিটুকু পড়ুন













