somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সে আমায় ডেকেছিল 'কালিদাস' 'আমার মেঘদূতে'র কালিদাস' নামে!

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

~ মন–বনিতা'র খতিয়ান ~

লিখেছেন অযাচিত কালিদাস, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৬



বিতাড়িত, ঐ তিলোত্তমা–যাদুর শহর থেকে
মন–বনিতা নির্বাসিত, পাঁচশতাধিক কিলোমিটারের দূরে।
এখানেও এই প্রতিদিন ভিড়ে একলা উদাস, বিজন বিহনে ধায়।
এখানেও সেই মেকি হাসাহাসি; মিথ্যে–মুখোশ বেসাতি, ঠিক –
শার্কের দল বানিয়ে যেমন 'ডলফিন মোড়' ডেকে ডেকে চলে যায়!

তোমার আকাশ ধুলোর চাদরে সূর্যের হাসি গোপন করেছে যারা
এখানেও তারা বিকট–বিশাল শিকারির জাল বিছিয়ে রয়েছে বসে।
স্যাঁতসেঁতে এই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২০ বার পঠিত     like!

মন-চাষী

লিখেছেন অযাচিত কালিদাস, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০২



ছবি: অন্তর্জাল ঘেঁটে।

চোখ ভেঙে ঘুম আসে, তারপর মন চায় দেখি
মুঠোফোনে পাতা খুলি। তুলে রাখা সুখ-ছবি
একে একে দেখে চলি। আঙুলে আঙুলে তুলি;
কখন যে কাক ডাকে, সময় পর্দা ছাড়ে, সব ভুলি।

তারপর এক আকাশ শূণ্যতা, আঁধারের পানে চেয়ে থাকা
অজান্তে দু'চোখের কোন জ্বলে, শ্রান্তিতে তন্দ্রায় ডুবে যাওয়া
সম্বিতে মনে হয়ে ডাকছে সে, খুঁজে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

শিরোনামহীন – ৩

লিখেছেন অযাচিত কালিদাস, ১৪ ই জুন, ২০২২ রাত ৮:৩৩





এই বিষাদিত উপাখ্যানের চরিত্রগণ –
দুঃখ, কষ্ট, প্রতারিত,...সব –
সবকিছুই উবে যাবে, মিশে যাবে হাওয়ার ডানায় লীন হয়ে।
লক্ষ্যের আড়ালে বসে সেদিন কী দেখিব না আমি!

বাতাসের সেই স্বাদ শুষে নিয়ে, তোমাদের বাড়ন্ত আয়ুক্ষণে –
আমায় কী ভালোলাগায় পড়িবেনা মনে!
স্মৃতি আর বিস্মৃতির পলকে হঠাৎ কভু খুঁজিবে আমায়?
বিষাদময়ীর ছায়া, তোমাদেরও কী ছুঁইবে তখন?

হয়ত আমায় পড়বে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৮০ বার পঠিত     like!

~ ও ম্যাডাম স্যার ~

লিখেছেন অযাচিত কালিদাস, ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩


ছবি: ইন্টারনেট ঘেঁটে সংগৃহিত।

ও ম্যাডাম স্যার, দেহেন –
লাইসেনের ছবি চশমা ছাড়া, মনে হয় নকল ইডা!
বডিত কতেক মাইর-মুইর খাওয়া, ফিটনেসেও ঘাপলা!
হেড লাইটের ডিমার নষ্ট, ইন্ডিকেটর আধা;
লুকিন গ্লাসডা জোড়া-তালির পর কুনো রকমে খাড়া!

আপ্নেরে দেখলেই ইঞ্জিনডা কাশে, ঘুহুম... ঘুহুম... কইরে থামে –
তালিপরেও খালি ছাইড়া দেন ক্যা? ধরেন এট্টুখানি!
কাগজ চালি দিবার ছলে, আপ্নের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

মন খারাপের এ মৌসুমে - ১

লিখেছেন অযাচিত কালিদাস, ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

মন খারাপের এ মৌসুমে
তোমার কথা ভাবতে মানা
সন্ধ্যা রাতে আঁধার ঘরে
একলা সিলিং দেখতে মানা
ওঘরগুলোয় আলোর খেলা
রিনিঝিনি শব্দবানে উথাল-পাতাল
কান দেবে না।

মন খারাপের এ মৌসুমে
একলা পুরুষ একলা নারী
শেকল কাটা মনের গাড়ি
আকাশ পাতাল দাপিয়ে ছুটি
সঙ্গ পেতে তোমার দ্বারে
কম্পিত বুক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

এক রত্তি ভালোবাসা ১

লিখেছেন অযাচিত কালিদাস, ০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:৪৪

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।


এক রত্তি ভালোবাসা খুব দরকার, ভোলাদাসের।
সেদিন সে আক্ষেপের সুরে বলেছিল -
'যুদি এক রত্তি বালোবাসা পাই, কসম কলাম,
তারে আমার মাথায় করি গুরবো গঞ্জ-শহর!'
দুষ্টুমি করেই বলেছিলাম, তাহলে এখন কোথায় রাখো ভোলাদা?
ক্ষণিক ম্রিয়মাণ হয়ে আমার চোখের মাঝে তাকিয়ে রইল
মনে হলো হাতড়ে খুঁজছে তার ভালোবাসা
অথচ পরক্ষণেই উৎফুল্ল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন

লিখেছেন অযাচিত কালিদাস, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৪

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন
অনিয়ত খোয়াবের খাপ মেপে ফিরে আসা।
প্রতিদিনে প্রতিক্ষণে, কতশত স্বপ্নেরা উবে যায় নিঃশ্বাসে
পড়ে থাকে ইট-কাঠ-কঙ্কাল, কালিময়।

এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন
প্রতিদিন অক্ষত বেঁচে থাকা বিস্ময়!
অথবা বিরল যেন স্বাভাবিক মৃত্যু,
তবু সেই আমাদের কামনায়।

অনাগত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

শুধু তোমাকে দেখবো বলেই

লিখেছেন অযাচিত কালিদাস, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৭

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

শুধু তোমাকে দেখবো বলেই
চোখ মেলে থাকি নির্নিমেষ ঐ আলোর মতন।
যেখানে - সকাল দুপুর, সন্ধ্যা রাত্রি, মিলেমিশে সবে একাকার।

শুধু তোমাকে দেখবো বলেই
চোখের পাতা স্থির ওই সন্ধ্যাকাশের তারার মতন।
আর - ঘুম পাড়িনি মাসি-পিসিদের কন্যারা এসে মেনে যায় হার।

শুধু তোমাকে দেখবো বলেই
হিকমত শাহ্'র আসরে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২২ বার পঠিত     like!

ফাগুনের দিব্যি

লিখেছেন অযাচিত কালিদাস, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

ছবি: অযাচিত কালিদাস।

ফাগুন এলেই বনের মতই আগুন লাগে
আমার মনে, রঙের বানে।
সকাল - দুপুর, সন্ধ্যা - রাতে -
মন ভেসে যায়, রঙের টানে।

ফাগুন এলেই মন উচাটন তাহার তরে
অহর্নিশে হৃদয় কাঁদে।
উথাল পাথাল, আকাশ পাতাল -
তোমার খুঁজি, একটুখানি ছোঁয়ার আশে।

ফাগুন এলেই তুমি-আমি এক ফালি চাঁদ
একটি আকাশ, মেঘের পাশে।
কারণ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

ভালোবাসার পক্ষপাত

লিখেছেন অযাচিত কালিদাস, ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫১


তবে তাই হোক,
থাক, ভালো থাক।
ভালোবাসা সব -
পক্ষপাতেই বেঁচে থাকুক।

আর আমি চেয়ে দেখি -
তারাদের ঝলমলে সমাবেশে
কি দারুন টুপটাপ ঝরে পড়ে
আর্তনাদের কারুকাজ!

কষ্ট লুকানো রাত্রি যখন
গুমরে উঠে চোখ করে লাল, পূব আকাশে -
আমি তবু থাকি নিশ্চুপে একা
ভালোবাসার পক্ষহীনে।

আর আমি সুবহে সাদেকে
পাখিদের সাথে প্রার্থনা করি
যেন প্রতিদিন, প্রতিক্ষণে -
তিনি উছলে ওঠেন ঝকমকিয়ে!

ভালোবাসার অভাব, যখন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

~ নাহ, ঘুম যে আসে না! ~

লিখেছেন অযাচিত কালিদাস, ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

নাহ, রাত চলে যায় আয়েশ করে
ঘুম আসে না মনের কোনে
চোখ বুজে যায় ঘুমের তোড়ে
মন যে মানে না!
নাহ, ঘুম যে আসে না!!

সেই কখন থেকে চেষ্টা করি
এপাশ ওপাশ গড়াগড়ি
ভাবনাতেও শুধুই তুমি
তাওতো আসোনা,
নাহ, ঘুম যে আসে না!!

হঠাৎ বোধহয় তন্দ্রা আসে
ক্ষণেক পরেই চমকে ছোটে
গলির বাঁকে বাঁশি বাজে
সুরতো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৮০ বার পঠিত     like!

উহু, কিচ্ছুটি বলা যাবে না

লিখেছেন অযাচিত কালিদাস, ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭


ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

উহু, কিচ্ছুটি বলা যাবে না
আমি যে ভাই এক ছাপোষা কেরানী
নুন আনি আর পান্তা খাই।
কি জানি বাপু হচ্ছে কি সব
সেসব কি আর কিচ্ছা হয়!

শুনছি বাতাস বলাবলি করে
খান সাবেরা আসছে তেড়ে
সেই সে নাকি '৭১ -এ
এসেছিলো, বাপ - চাচায় বলে।

উহু, কিচ্ছুটি বলা যাবেনা
এনারাই এখন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

কোটার খেলা

লিখেছেন অযাচিত কালিদাস, ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪


ছবি: ইন্টারনেট।

ও মহাশয়, ঢাবি-তে এই হচ্ছেটা কি?

- 'কোটা কেন্দ্রিক পীড়ন'।

... তাই বলে এই রাতের আঁধারে, ... মধ্যরাতে!?
সমস্ত রাতভরে...??
কিইবা এমন তফাৎ তবে '২৫ শে মার্চ' থেকে!

- আহা, আপনি তবে ভীষণ বোকা,
বোঝেন না ছাই আগামাথা...
বলেন দেখি এই আমলে কয়টা এমন আন্দোলনে
পুলিশ এলো মারলো লাথি, টিয়ারশেলে জ্বললো বাতি
লেঠিপেটা, রাবার বুলেট, রক্তঝরা ছাত্র... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     like!

কথামালা - ভালোবাসা

লিখেছেন অযাচিত কালিদাস, ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

আমাদের কথামালা -
ফানুশের মত উড়ে মরে।
সময়েরা আশে পাশে -
উশখুশ ঘুরেফিরে চলে।
তবু জানি তুমি-আমি
আমাদের মৌনতি
এভাবেই বুড়ো হয়ে রবে!

ইথারের ভাঁজে ভাঁজে
মনেমনে বলা কথা
গল্পের ঘর বুনে রাখি।
আকাশের বুকে মিশে
কোন এক কালে মিলে
সেইসব খুলে খুলে পড়ি।

আর, এভাবেই দিনে - রাতে, একরাশ নিশ্চুপে
আঁখি মুছি, হাসি রাখি মুখে।
আর, মাঝেমাঝে অন্তরে, কোলাহল নিশ্চিতে
দ্রোহ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

বাসন্তী পদ্য

লিখেছেন অযাচিত কালিদাস, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮


ছবি: #অযাচিত_কালিদাস

বসন্ত,
"মনে তার
নিত্য আসা-যাওয়া"
ঘরেতে অবিরাম!

কপালের
ঐ টিপে
রংধনু আলো মাখা,
বসন্ত অবিরত।

দু'চোখের
অতলান্তে
ভেসে থাকা সম্মোহনী,
বসন্ত অনিঃশেষ।

কপোলের
ঢেউ তোলা
অগভীর খাঁদে, বাঁকে,
বসন্ত ইতি-উতি হাটে।

কলাবতী দেহে'র
নিভৃত গ্রীবাদেশে
কমনীয় আভাতেই,
বাসন্তী বুনো ঘ্রাণ।

এভাবেই দিবা-রাতি
বসন্ত সাথে বাঁচি।
বরণ কি বিলাসে
তারই সনে মিশে আছি।

শুভ, সেই বসন্ত;
মনে যার
'নিত্য আসা-যাওয়া'
ঘরেতে অবিরাম!
বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৬৪০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ