কিছু কথা আযথাই বাকী রয়ে যায়
মাঠের ওপারে মাঠ, পথের ওপারে পথ
দীঘির ওপারে দীঘি-বরফের আস্তরণ
নিমষেই পার হয়ে দেখি, সময়ের ক্ষুদ্র ব্যবধানে
কতোকিছু বিরুদ্ধতা পায়!
সবুজ পাতারা সব হলুদ-হলুদ
ঝরে যায় দুদিকেই-----
তখন এপারে ধূধূ,ওপারে বৃষ্টিহীন ক্রুর খরদাহ।
আমাদের জমা করা শরতের তুলামেঘ
এভাবেই একদিন হঠাৎ ফুরায়!
বিশ্বাস রাখিনা কোন ভুলে
ভুল কিছু নয়
যে বাহুর অন্তরালে একবার
কেটেছিল অমায়িক অমৃতের ক্ষণ
উজানে প্রবর্ত হয়ে, কষ্টের লাভা ছুঁয়ে
সে বেষ্টন ভুল বলা...
সেরকম প্রেম আমার নয়!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





