এখনো অমন করে বলনা তো তীরের তরংগ ছুঁয়ে যেতে
দেখায়োনা কামকলা, প্রণয়ের লোভ
প্রথম যৌবন আমি ফেলে এসেছি
ঝিনুকের বক্ষস্থলে, বিন্দু বিন্দু বালির শরীরে।
এখনো অমন করে নাড়ায়োনা পঙ্কিল ক্ষত
আমার কখনো আর পাঁকের সমুদ্রে ডুবে
পঙ্কজ কোমল পাপড়ী মেলা হবে না!
বিলের সাঁতার শেষে হেলেঞ্চার বনে গিয়ে
লুকানো হবে না আর সুপুষ্ট যৌবন।
এখনো অমন করে প্রেম আর পিরীতির
আপেল বৃক্ষের কাছে যেতে বলনা;
দুর্লভ সেই বাগানের যাবতীয় ফল আমি
একাই ফেলেছি গিলে
পরিপক্ক বিষফল ঝড়-বাদলের শেষে
শিমূল তুলার কোষে ক্ষরণ ঘটায়!
এখন যা দেবে, দাও সোজাসুজি
অব্যক্ত রেখনা কিছু;
ঈশারার মাধবী প্রহর
আমি
দূরবর্তী বাতিঘরে ফেলে এসেছি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





