আমি কি জলায় নামবো হে অন্ধকার
কিংবা হে আলো?
এ কোথায় নিয়ে এলে, কোন চোরা পথে;
অন্যের ক্রয়কৃত রথে এনে
ফেলে দিলে আমাকে তুমি!
এখানে তো স্রোত দেখিনা!
থমকানো রাশি রাশি মুখোশের ক্লেদ--জলায় কি
নামতে বলো
গুণে গুণে তুলে নেব এসব মুখোশ
নিজের মুখের পাশে
আদিম -অনিবার্য্য এক মেলা হয়ে যাবে?
আমি কি আমার এই দ্রবিভূত বল্কলে দুর্নি্রীক্ষ্য মহিমা লাগাবো?
এ বিষাক্ত জলে শুধু সারি সারি মুখোশের ডুবে-ভেসে থাকা
বুদবুদ ওঠে আর নামে!
আমি কী এখানে নেমে আজীবন পুষে রাখা তৃষ্ণা মেটাবো?
নাকি ফিরে যেতে বলো অচেনা অজানা অন্য নতুন জলায়?
আমি কি জলায় নামবো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





