লজ্জ্বায় লোকালয়ে সামান্য যে আড়ষ্টতা ছিল
আমি তাকে এইমাত্র ঝেড়ে ফেলেছি-
আরো ভালো দ্বারোয়ান বসে নেই
আসা যাওয়া এ পথে ও পথে
এখন আমার ইচ্ছা আমি চলে যাবো--
চাও বা না চাও কিছু যায় আসে না!
চলে গিয়ে প্রতীক্ষার গুপ্তধন পাবো,
এমন তো নয়!
আমি তো জেনেছি তুমি প্রতীক্ষায় থাকোনা আমার
তোমার শহর তুমি যত খুশী ভরে নাও
চুমুবতী রমণীর স্বেদে
যদি চাও ভগবান হও-
তাতেও আমার কিছু ক্ষতি-বৃদ্ধি নয়।
আমার কেবল ইচ্ছা তোমার দালানে চলে যাব,
তোমার দালানে গিয়ে বল্গাহীন অবমুক্ত হবো,
যেভাবে চাঁদের আলো ঘাসের ডগায় উঠে অবমুক্ত হয়...
দেয়ালকে বলে যাবো--ভালো লাগেনা!
তোমার কাছেই যাব, তোমার আকাশ ভালোলাগে
বলবনা-জাল পাতো, মাছ ছেঁকে তোল
আমি তো শিকার নই
ঠিকমত বেঁচে যাবো মেছুয়ার ভুলে!
তোমার কাছেই যাবো,
দরোজার ফাঁকে এসে প্রেম বলে গেছে
তোমার কারণে নয়-
প্রেমের কারণে চলে যাবো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





