যার স্বপ্ন ছিল সোনার বাংলা। সেই স্বপ্নের রূপকার "মুজিব" জন্মশতবার্ষিকী'র শুভেচ্ছা।
স্বাধীনতার ৫০ বছরে এসে আমাদের মাতৃভূমি সোনার বাংলায় পরিনত না হলেও দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তথা মৌলিক চাহিদা মেটানোর বস্তুর দাম সোনার দামে ছুঁই ছুঁই প্রায়।
কিন্তু সেটা কিভাবে?
তাহলে পড়ুন ও চিন্তা করুনঃ একটি মুদি দোকান থেকে বাজার করছিলাম। চাল=৬২, চিনি=৭৫, ডাল=১৪০, সয়াবিন = ১৪২ টাকা। এক ভদ্র মহিলা দাম জিগাইয়া চলে যাচ্ছিলো, দোকানি বললো কি আপা দাম জিগাইলেন কিছুই তো নিলেন না। (আমার ধারণা মতে উনি একজন নিম্ন মধ্যবিত্ত অথবা কোন মধ্যবিত্ত পরিবারের মা)। অনেকক্ষণ দাড়িয়ে থেকে উত্তরে তিনি বললেন টাকা আনতে ভুলে গেছি (হয়তো মিথ্যা কথায় দীর্ঘশ্বাস ঢাকার চেষ্টা)। ১ মিনিটেরও কম সময়ে তিনি দোকানে এসে ৫০০ গ্রাম চাল কিনলেন শুধু।
এভাবেই মুজিবের স্বপ্নের সোনার বাংলায় নিরবে নিভৃতে কাঁদছে অসংখ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার!! কিন্তু ১৭ ই মার্চ, আজকে মুজিবের জন্মের একশত বছরপূর্তী উদযাপনে হাজার কোটি টাকা খরচ হবে এই লজ্জা নিয়ে চাল কিনতে আসা মহিলাদের মতো সাধারণ মানুষের টাকায়। অথচ তারা ১ কেজির চালের জায়গায় আধাকেজি চালের ভাত খেয়ে কাটিয়ে দিবে দিনগুলো।
হে মহান সৃষ্টিকর্তা, আপনি সর্বদা অসহায়দের সাহায্য করেছেন। ধ্বংস করেছেন জালিম শাসকগোষ্ঠী ও অন্যায়ভাবে অধিষ্ঠিত ক্ষমতা। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন চিরকাল।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫১