অসুস্থ রাজনীতির চাপে গোটা বাঙালি জাতি এখন অনেকগুলো বড় অপরাধের চাপের বোঝা মাথায় নিয়ে জীবনযাত্রার মান উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। ছোট খাটো অপরাধ বাদ দিয়ে তারমধ্য থেকে অল্প কিছু বড় অপরাধ নিম্মে উল্লেখ করা হলোঃ
"পা'চাটা গোলামের রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সাহসী হওয়া"
"পরাধীন রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো স্বাধীনতা চাওয়া"
"বেবিচারী রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সঠিক বিচার চাওয়া"
"দূর্ণীতিগ্রস্থ রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো সাধু হতে চাওয়া"
"রাজতন্ত্র রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো গনতন্ত্র চাওয়া"
"স্বৈরাচারী রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো ন্যায্য দাবী চাওয়া"
"গদি দখলের রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো ভোটাধিকার চাওয়া"
"নাটকীয় রাষ্ট্রের মানুষের সবচেয়ে বড় অপরাধ হলো দর্শক হতে চাওয়া"
অতঃপর একজন সুশীল সমাজের সুনাগরিক হিসেবে নিজেকেই যদি নিজে প্রশ্ন করি যে, এতো গুলো বড় অপরাধ করেও কিভাবে তুমি নিজেকে নিরপরাধ ভাবতে পারো?
উত্তরঃ মানদন্ডের বিচারে এতটুকু বলেই অনেকের আরচোখের কারণ হতে হচ্ছে। তাই আরো উত্তর দেওয়ার সাহস নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ সকাল ৮:২৫