
এখন ফেইজবুকে এসে তা করতে হয় । অনেকেই উদাস ভঙ্গিতে বলে কি হয় এতো লাইক পেয়ে ? এমনটা তারাই বলে যারা লাইক পায় না ।
আসলে লাইক পেতে কার না ভালো লাগে । আমরা অনেক কাজ করি কিন্তু মুখে অনেকেই আমাদের কাজ লাইক হয়েছে এমন কেউ বলে না কিন্তু ফেইজবুকের এই লাইক বাটনের মধ্য দিয়ে খুব সহজেই আমরা জানতে পারি কে কে আমাদের লাইক করছে ।
ফেইজবুকের লাইক বাটনে যে পরিমান ক্লিক পড়ে সে পরিমান ক্লিক আর অন্য কোঁথাও পড়ে কিনা তা আমার জানা নেই ।
লাইক নিয়ে এদেশের মানুষের ভাঁড়ামি আছে । আপনি যদি আপনার স্ট্যাটাসে ৬০ - ৭০ টার মতো লাইক পান তাহলেই কেউ কেউ আপনাকে সেলিব্রেটি বলে খোঁচা দিবে ।
আবার যারা লাইক পায় তাদেরও কিছু দোষ আছে । কিছু বেশি পরিমান লাইক পেলে তাদের স্ট্যাটাস দেওয়ার পরিমান বেড়ে যায় , তারা বিনা কারনে অকারনে জ্ঞান দিতে শুরু করে । যা অনেকেরই বিরক্তের কারন ।
তবে , লাইক পাওয়াটা ভাগ্যের ব্যপার বলেই আমি মনে করি । এমন অনেক ভালো ভালো লেখা আছে যা লাইক পায় না । এতে লেখকের মনে একটা খারাপ প্রভাব পড়ে ।
লাইক পাওয়াটা আমি ভাগ্য মনে করি এমন দৃষ্টিকোন থেকে যা আপনি ভাবতেও পারবেন না । যা কিছুটা হাস্যকরও ।
♦ যে সকল কারনে আপনার লাইক মহামূল্যবান -
• আপনি কোন পোস্টে লাইক দিলে তা আপনার বন্ধুরা পেয়ে যায় । যার ফলে যার পোস্টে লাইক দিচ্ছেন তার পরিচিতি এবং প্রসার ঘটে ।
• একটা লাইক দিতে তিন কিলোবাইট খরচ হয় । যদিও হিসাবটা অনেক ছোট এবং হাস্যকর । তবুও , আমাকে চিনেন না জানেন না কিন্তু আমার জন্য তিন কিলোবাইট খরচ করবেন এটাই অনেক কিছু ।
• ধরেন আপনি বিরক্তকর মানুসিকতায় আছেন । পরিবারের কারো কথাই আপনার পচ্ছন্দ বা লাইক হচ্ছে না । ফেইজবুকে আসলেন এবং একজনের পোস্টে লাইক দিলেন । এটা এমন এক পাওয়া যে পরিবারের থেকেও আপনি কোন বিষয়কে অবচেতন মনে বেশি গুরুত্ব দিলেন ।
• এমন কিছু পোস্টে আমরা লাইক দেই যে আমরা মনে মনে ওই বিষয়ের বিরুদ্ধে অবস্থান করি । তবুও আপনি সেই লেখায় লাইক দিলেন । এর মানে আপনার নিজস্ব ভাবনার বাইরের ভাবনা গুলোকে মূল্য দিতে শিখেছেন । আপনার ভেতর মূল্যবোধ কিছু হলেও আছে ।
• ফেইজবুকের এমন এক বন্ধু যার সাথে আপনি রাগ করে তেমন কথা বলেন না । তার পোস্টে লাইক দিয়ে আপনি লাইক দিয়ে জানাতে পারেন যে - মরি নাই , এখনো পাশে আছি ।
• আপনি যখন ১৮+ পেইজে লাইক দেন তখন সবাই বুঝে যায় আপনি ভেতরে ভেতরে কতো গভীর জলের মাছ ।
• কারো স্ট্যাটাসে লাইক না দিয়ে তার করা কোন কমেন্টে লাইক দেওয়া মানে আমি তোমার কথা শুনছি । আমি তোমার কথা মূল্যবান মনে করি ।
• ছোট ভাই টাইপের কেউ সিগারেট মুখে দিয়ে ফেইজবুকে ছবি আপলোড দিল । এমন সময় আপনার সেই ছবিতে লাইক দেওয়া মানে - বড় ভাই ব্রাদার মেনে চলিস ।
• কেউ এঙ্গেজ হয়েছে । এই পোস্টে লাইক দেওয়া মানে - ও আচ্ছা এই খবর । তলে তলে এতো দূর । আচ্ছা , তাহলে ওকে নিয়েই সুখী হও ।
কিন্তু তারা আপনার পোস্টে সব সময় লাইক দিয়ে যায় ।
তারা কিছুটা বৃক্ষের মতো ভালো যারা ছায়া দেয় কিন্তু কারো মায়ার আশায় পড়ে থাকে না ।
তাদের আমি সব সময় মন থেকে লাইক দেই ।
- পাভেল রাইস
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




