গতকাল কানাডার টরন্টো শহরে ডং এনগুয়েন নামে ৫৩ বছর বয়সী এক লোককে গ্রেফ্তার করা হয়েছে পশুদের প্রতি নির্যাতন করার অভিযোগে। ঘটনার বিবরণর জানা যায় এনগুয়েনের বাসার ব্যাকইয়ার্ডে একটি রেকুন পরিবার বাসা বানায়। বাগান নস্ট করার জন্য এনগুয়েন বেলচা দিয়ে রেকুন শাবকদের পিটাতে শুরু করলে প্রতিবেশী পুলিশে ফোন করে দেয়। পুলিশ এসে এনগুয়েন কে ধরে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে যাতে তার শাস্তি হওয়ার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত।
আর অন্যদিকে লিমনকে পায়ে গুলি করে তাকে জেল হাজতে পাঠিয়েই ক্ষান্ত হয়নি র্যাব। সরকারের পক্ষ থেকে লিমনকে সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে তার বাবাও সন্ত্রাসী। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ছেলেটা হয়ত আর কখনও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না।
এসব দেখে ছোটবেলায় পড়া সেই পন্ডিত মহাইয়েরে গল্পের কথা মনে পরে যায়.... যেখানে পন্ডিত মশাই নিজেকে ইংরেজ সাহেবের কুকুরের একটি ঠ্যাংয়ের সমান মর্যাদার সাথে তুলনা করেছিলেন। বাংলাদেশে লিমনদের কানেডিয়ান রেকুনের একটি বাচ্চার সমান মর্যাদাও নেই।
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




