বন্ধু.......................
বন্ধু একটি অতি বায়বীয় শব্দ। ইহা অনেকটা গাজার মত, আপনাকে বহুকাল ব্যাপিয়া ঝিম ধরাইয়া রাখবে মগজ আর মননে। আর যৌবনের মধ্যভাগ অতিক্রম করে বাস্তব জগতে প্রবেশের সাথে সাথে ইহার স্বাদ ও গন্ধ অনেকটাই অচেনা ঠেকিবে। আগের মত আর পারফরমেন্স দেবে না। মাটির বাশি ভরে রাতভর ফুকলেও ইহা আর নেশা ধরাইবেনা না। শেষমেষ ইচ্ছে করবে ছুড়ে মারতে। তবে পারবেন না। মায়া হবে। পথের কুকুরটাকে লাথি মারতেও তো মানুষের মায়া হয়, হয় না কি?
সবই একান্তই নিজস্ব মন্তব্য। কারও আতে ঘা লাগলে ক্ষমা করবেন। জীবনের তীব্র ধকলে বন্ধুত্ব কেবল ফরমালিটি রক্ষারই নামান্তর। কখনও জৌলুস আর স্বচ্ছলতা এল পরে হয়তো এর স্বরুপটা পাল্টাবে। তখন বারে বসে দু ঢোক ওয়াইন গিলে বন্ধুর কাধে চপেটাঘাত করে বললেন না হয়, তু মেরা জিগিরি দোস্ত হে। কিন্তু, ইহা সেই পুরোনো আফিম ছাড়া কি ই বা আর হলো!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


