এই সপ্তাহটা অনেক ব্যস্ত ছিলো। হলিডে টাইম দরজায় নক করছে, কাজের অনেক চাপ, টিমের অনেকেই ইন্ডিয়ান, সবাই মোটামুটি ছুটিতে, আবার একদল তহ বিশ্বকাপ খেলা নিয়ে মহা ব্যস্ত, মিটিং এর টাইমে তহ টিভি মিউট ও করে না। যাই হোক হটাত করে শশুর শাশুড়ি এসেছিলেন আমাদের ছোট্ট বাসায় নাতনী দের সাথে সময় কাটাতে নিউইয়র্ক থেকে। তাদের নিয়ে গেলাম বাসার পাশে স্টোন মাউন্টেইন। ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। ক্যামেরাটা গাড়িতে ছিলো তাই তুলে ফেললাম কিছু ছবি। আশা করি সবার ভালো লাগবে।
১। লাল পাতার ওড়নায় জরিয়ে আছে প্রকৃতি
২। চোখে নিই হলুদ পাতার গন্ধ
৩। বই পড়ার চেয়ে আনন্দের আর কিছুই নেই, সেটা যেখানেই হোক
৪। আমি আঁকার স্বপ্ন দেখি আর স্বপ্নকে আঁকি - ভিনসেন্ট ভ্যান গগ
৫। নৌকা যেমন মাঝি ছাড়া কিছুই না তেমনি মানুষ স্বপ্ন ছাড়া কিছুই না
৬। গাছগুলি এমন কবিতা যা পৃথিবী আকাশে লেখে
৭। চারপাশের গাছগুলো আমাদের দেখিয়ে দেয় জীবনের মরে যাওয়া অংশগুলো কীভাবে ঝেড়ে ফেলে দিতে হয়
৮। আপনি হয়ত সুখ কিনতে পারবে না তবে নৌকা কিনতে পারবেন আর এই নৌকা কিনেই আপনি সুখ অর্জন করতে পারবেন
৯। বাড়ী ফেরার সময় হলো