সকাল সকাল ঘুম থেকে ঊঠে যাই আমি, বয়স বাড়ছে, ইদানিং ১৫/২০ মিনিট বেশি ঘুমাইলেও কেমন জানি মাথা ভার হয়ে থাকে। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি চার পাশে অনেক কুয়াশা। কুয়াশা আমার অনেক পছন্দ, উত্তরবঙ্গে জন্ম আমার সেখানেই বেরে উঠা, ঠাণ্ডা কি জিনিস সেটা জন্মের পর থেকেই দেখে বড় হয়েছি, শীত আমার অনেক ভালো লাগে।
সকাল সকাল ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম ছবি তুলতে। আশা করি আপনাদের ভালো লাগবে।
১। কুয়াশা ঢাকা শীতের সকাল, দেখতে লাগে অনেক ভালো
শীত এলো শীত এলো, লাগছে যে তাই অনেক ভালো

২। ভোরের কুয়াশা, গ্রাসিছে চৌদিক, কিছু দেখা নাহি যায়।

৩। কুয়াশা ভেজা রাস্তা।

৪। কুয়াশা ভেজা ঘাসফুল

৫। ভালবাসা যেন সকালের কুয়াশা।

৬। অতীত আমাদের মনে একটি কুয়াশা। ভবিষ্যৎ একটি সম্পূর্ণ স্বপ্ন।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




