মেয়েদের স্কুল ছুটি, দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারলে ভালো হইতো, বাসা থেকে অফিস করতে করতে বিরক্ত আমি, বাসা থেকে বের হতেই হবে। কোথায় যাই, কোথায় যাই ভাবতে ভাবতে বের করলাম টেনেসি থেকে ঘুরে আসি। যা ভাবা তাই কাজ, বের করে ফেললাম একটা থাকার জায়গা। শুক্রবার হাফ অফিস করে বের হয়ে গেলাম, পরিচিত অনেকের মুখে শুনেছিলাম টেনেসি অনেক সুন্দর, তাই নিজের চোখে দেখতে বের হয়ে গেলাম। ডেসটিনেশন গ্যাটলিনবার্গ এবং গ্রেট স্মোকি মাউন্টেন।
১। নর্থ ক্যারোলাইনা আর টেনেসি এর ষ্টেট লাইন, পাহারের উপরে।

২। এই জায়গাটা এতোটাই সুন্দর আমি ক্যামেরা বের করতে ভুলে গেছিলাম।

৩। নিচে রাস্তা আর পাহারের চুড়ায় আমরা, অসাধারণ।

৪। পাহারের কোলে রাস্তা আর একটু পর পর ছোট থামার জায়গা। যেখান থেকে পাহার উপভোগ করতে পারবেন।

৫। আকাশ আর পাহারের মিলন।

৬। মেঘ আর পাহাড়।

৭। রাস্তার পাশে দিয়ে চলে গেছে এই নদী।

৮। শান্ত স্তব্ধ কিন্তু পানি বয়ে চলার শব্দ ছারা আর কিছুই নাই।

৯। এই ব্রিজ ক্রস করে পাহাড়ে হাইকিং করার রাস্তা।

১০। জঙ্গলের মাঝখানের রাস্তা।

১১। লোকালয়ের কাছাকাছি আসার পর দূর থেকে পাহাড় এর ডাক।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


