আমার অজস্র কথা যায় হারিয়ে
তোমাদের মাঝে এলে,
আমি একা একাই কথা বলি
নিজের সাথে নিজে।
পাগলতো আমার থেকে এক ধাপ এগিয়ে;
বলে যায় আনমনে আপোনার দেশে।
পাগলের থামে না কথা,
আসে না সে তোমাদের মাঝে
আমার কথাগুলো থেমে যায়; তোমাদের মাঝে এলে ।
আমারতো আছে তোমাদের দেয়া ‘সামাজিক বাস্তবতা’
পাগলের তা নাই, পাগল থাকে আনমনে নিজভুমে
আমিও পাগলের মতো পাগল হতে চাই।
(১২ নভেম্বর ২০১৪, ইউল্যাব)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



