আমাদের বাংলাদেশে কেউ ভাল কিছু করতে গেলে সমাজের এক শ্রেণীর লোক নানা কটু কথা টিটকারী দেয় এবং নিরুৎসাহিত করে। আমার বেলায়ও তার ব্যাতিক্রম হয় নি। কেউ বলে আমার এই কাজ শয়তানি আবর কেউ বলে দেশের এত সমস্যা ফেলে কেন বিদেশের সমস্যা নিয়ে ভাবি। তাদের দয়া করে জানাচ্ছি যে আমার এই প্রচেষ্টা মোটেই নতুন নয়। বরং প্রায় ৫ বছরের পুরোনো। দয়া করে নিম্নে দেখুন;
http://groups.yahoo.com/group/imcrelation/
এটা প্রতিষ্ঠা করি সেই ২০০৫ সালের অক্টোবর মাসে। কিন্তু বাংলাদেশে ছিলাম বিধায় ই-মেইল এ তথা নেটে ব্যাপক ভাবে যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখন বৃটেনে আছি তাই যোগাযোগে সমস্যা নাই। এর জন্য নতুন ইয়হু গ্রুপ চালু করলাম;
Click This Link
এটা শুধু ফিলিস্তিনের সমস্যা নয় বরং গোটা মুসলিম বিশ্বের সমস্যা। সেই ১৯৬৭ সালের আরব ও ইসরাইলের যুদ্ধে সারা বিশ্বের মুসলিম দেশ গুলোর পাশাপাশি আমাদের এখান হতে অনেক সামরিক বাহিনীর সদস্য সহ মুসলমানগণ আরব মুসলিমদের সাথে কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছে। আর এই শুধু মধ্যপ্রাচ্য যুদ্ধ নয় বরং আফগান যুদ্ধ বিশেষ করে ২০০১ সালে কেবল বাংলাদেশে নয় সমগ্র তৃতীয় বিশ্বের উপর কু-প্রভাব পরে। এরপর ২০০৩ সালে ইরাকে মার্কিনি দখল বিশ্বের অর্থনীতিতে মন্দা আনে। এখন যদি ইরানের অনড় ভূমিকা তথা ইসরাইলের অস্তিত্ব অস্বীকার করে হামাস-হিজবুল্লাহকে সন্ত্রাসী কার্জক্রমে লেলিয়ে দেওয়ার জন্য সেও মার্কিনি তথা পশ্চিমাদের হামলার শিকার হতে পারে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোন দেশকে দূর্বল করার জন্য তাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে হয়। ঠিক ইরাকে আমরা যা দেখেছি। সাদ্দামের স্বৈরাচারী মনোভাবের মতই ইরানের কট্টরপন্থী দল এবং ধর্মীয় নেতার কারণে তারও ইরাকের মত পরিণতি হতে পারে। ইরানে এখন যা হচ্ছে সেটা গণতন্ত্রের নামে প্রতারণা। কারণ আহমাদিনেজাদ কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। যদিও সৌদি আরব ১০০% ইসলামী শরিয়া মোতাবেক চলে না তাও সে ইরানের চেয়ে অনেক ভাল। একদিকে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বলা অন্যদিকে ইসলামী রাষ্ট্র বলা ভন্ডামির নামান্তর। ইরানের কট্টরপন্থী দল গুলো যা করছে তা আক্ষরিক অর্থেই দেশটিকে দ্বিতীয় ইরাকের পথে নিয়ে যাবে। সাদ্দাম ব্যাটা নিজে মরে পার পেয়ে গেলেও দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়ে গেছে। ২০০১ সালেও যে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ২০/২২ ডলার ছিল ২০০১ সালে আফগান এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধে সেটা ৫০ ডলার ছাড়িয়ে আজকে ২০১০ সালে তা ৮০ ডলারের কাছাকাছি;
Click This Link
পরিণাম বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং তৃতীয় বিশ্বের দেশ গুলোর সীমাহীন র্দূভোগ। ইংরেজীতে একটা প্রবাদ আছে Prevention is better than cure তাই সময় থাকতে মুসলিম দেশ গুলির পাশাপাশি সারা বিশ্বের সকল শান্তিকামী মানুষকে ফিলিস্তিন-ইসরাইল প্রশ্নে একটি শান্তিপূর্ণ প্লাট ফর্মে একত্রিত করা। জানি না কতটুকু সফল হব, তবে আমার এই শান্তিপূর্ণ চিন্তা ভাবনা সারা বিশ্বে শেয়ার করতে দোষ কোথায়? ইনশাল্লাহ্ এ বিশ্বে মাস দুয়েকের মধ্যে নিজস্ব ওয়েব সাইট নিয়ে হাজির হচ্ছি। সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


